Header Ads

ঢাবিতে হিরো আলমের ভাস্কর্য


আলোচিত অভিনেতা হিরো আলমের একটি ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। ইতিমধ্যে ভাস্কর্যের অনেকটা কাজ শেষের দিকে।
চারুকলা ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম উত্তম কুমার। তিনি ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র। ভাস্কর্য দেখতে এসে হিরো আলম বলেন, আমি জিরো থেকে হিরো হয়েছি। মানুষের ভালোবাসার কারণে জিরো থেকে হিরো। চেহারা কোনো ফ্যাক্টর নয়। ভালোবাসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় বিষয়।
উত্তম কুমার বলেন, হিরো হওয়ার জন্য চেহারা কোনো ব্যাপার নয়। চেহারা, হাইট, ফিটনেস কোনো ব্যাপার নয়। যার মধ্যে প্রাণশক্তি নেই, জোশ নেই সে কোনো মানুষই না।
তিনি বলেন, হিরো আলমকে নিয়ে অনেকে সমালোচনা করছে। তিনি কিন্তু থেমে নেই। তিনি যুদ্ধ করেছেন। এটা হচ্ছে আমার এই ভাস্কর্য তৈরি করার প্রাণশক্তি।
ইতিমধ্যে ভাস্কর্যের অনেকটা কাজ শেষের দিকে, হিরো আলম প্রথমে শুনে বিশ্বাস করতে পারেনি তাই তিনি নিজে স্বশরীরে ভাস্কর্যটি দেখতে আসেন।

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.